শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সরকারি মহলের প্রশ্রয়ে নদী দখল বেড়েছে সুলতানা কামাল

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, সরকারি মহলের প্রশ্রয়ে নদী দখল বেড়েছে। গতকাল শুক্রবার বিশ্ব ধরিত্রী দিবস-২০১৬ পালন উপলক্ষে ঢাকার বসিলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুড়িগঙ্গার তীরের জনগোষ্ঠীদের নিয়ে ‘নদী ও জীবনের গল্প’ শীর্ষক এক বিশেষ নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বুড়িগঙ্গা রিভারকিপার ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) যৌথভাবে এ সমাবেশ আয়োজন করে। সুলতানা কামাল বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো আজ হারিয়ে যাচ্ছে। নদী-দখল দূষণ বাড়ছে ব্যাপকভাবে। নদীর পাড়ে মানুষ নির্মল বাতাসের আশায় আসবে। অথচ সেই নদীর পাড়ে আজ দুর্গন্ধময় বিষাক্ত বাতাস। তিনি বলেন, পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমরা ঠিকানা। নদী যেভাবে দখল দূষণ হচ্ছে তাতে এই শ্লোগান আমরা আর বলতে পারছি না। তাই নদী দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নদীকে ফিরিয়ে দিতে হবে। তাই নদীর টানে উজ্জীবিত হয়ে নৈতিক দায়িত্ব থেকে নদী রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও বাপার সহ-সভাপতি রাশেদা কে চৌধুরী, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক খন্দকার মোর্শেদ মিল্লাত, বুড়িগঙ্গা রিভারকিপার ও বাপার যুগ্ম-সম্পাদক শরীফ জামিল ও সুরমা রিভার ওয়াটারকিপার আবদুল করিম কিম।
নদ-নদীর পানি দুষণ বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি : মিল-কারখানার বর্জ্য এবং পয়ঃবর্জ্য যেন নদী, খাল, পুকুর ও জলাশয়ে গিয়ে দূষণ না করতে পারে, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে গ্রীন মাইন্ড সোসাইটি ও স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা। বুড়িগঙ্গাসহ দেশের সকল নদ-নদীর পানি রক্ষায় সকলকে একযোগে সোচ্চার হওয়ার জন্য আহবান জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। শুক্রবার সকালে বুড়ীগঙ্গা নদীর তীরে খোলামোড়া ঘাটে অবস্থান কর্মসূচি পালনকালে বক্তারা এ দাবি জানান। বিশ্ব পানি দিবস উপলক্ষে গ্রীন মাইন্ড সোসাইটি ও স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা যৌথভাবে এই কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, পানি ও নদীর সঙ্গে বাংলাদেশের জীবন-জীবিকা, পরিবেশ, প্রতিবেশ, ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি সবকিছু ওঁৎপ্রোতভাবে জড়িয়ে আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন