ইনকিলাব ডেস্ক
পাকিস্তানী গজল গায়ক গুলাম আলীর অনুষ্ঠানের বিরোধিতায় ফের মাঠে নেমেছে শিবসেনা। এবার বারাণসীতে গুলাম আলীকে গজল অনুষ্ঠান করতে দিতে চায় না শিবসেনা সমর্থকরা। ব্যানার-পোস্টার নিয়ে বারাণসীর রাস্তায় বিক্ষোভ দেখান শিবসেনার কর্মী-সমর্থকরা। গুলাম আলীর উদ্দেশে সরব হয় ‘গো ব্যাক’ সেøাগান। গুলাম আলীকে বারাণসী ছেড়ে পাকিস্তান ফিরে যাওয়ার পরামর্শও দেয় শিবসেনা কর্মী-সমর্থকরা।
আগামী ২৬ এপ্রিল বারাণসীর সঙ্কট মোচন হনুমান মন্দিরে গজল অনুষ্ঠান করার কথা পাকিস্তানী গজল গায়ক গুলাম আলীর। মন্দিরের ট্রাস্টি বোর্ড এই বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে। এই গজল অনুষ্ঠানই হতে দিতে চায় না শিবসেনা। এর আগে মুম্বাই ও আহমদাবাদে শিবসেনার আপত্তিতে বন্ধ হয়ে যায় গুলাম আলীর অনুষ্ঠান। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন