শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নাশকতা করলে শাস্তি পাবে বিএনপি -অর্থমন্ত্রী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৪৭ পিএম

নাশকতা সহ্য করা হবে না নাশকতা করলে শাস্তি পাবে বিএনপি। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে নিয়ে এমন কড়া মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এছাড়া মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ ভালো এবং সে নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে বলেও অভিমত প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্যান্সার এন্ড পেলিয়েটিভ কেয়ার’ শীর্ষক সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন তিনি ।
অর্থমন্ত্রী বলেন, মাত্র তিন মাস বাকি, সবকিছু খুব ভালো যাচ্ছে। কোন রকমের ঝগড়া ঝাঁটি নাই, তবে বক্তৃতা আছে। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্য মাত্রার প্রায় ৯৫ ভাগ অর্জিত হয়েছে বলেও তথ্য প্রকাশ করেন।
এর আগে ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন