শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিরাপত্তা চুক্তি পুনর্বিবেচনা করবে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি পর্যালোচনার জন্য আফগানিস্তানের বেশিরভাগ এমপি ভোট দিয়েছেন। এর মধ্যে দেশটির বিভিন্ন অংশে স্থায়ী মার্কিন সেনাঘাঁটি বজায় রাখার বিষয়টিও বিবেচনা করা হবে। আফগানিস্তানের ওয়ানটিভি’র এক প্রতিবেদনে বুধবার বলা হয়, বেশ কয়েকজন এমপি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি পর্যালোচনার বিষয়টি পার্লামেন্টে উত্থাপন এবং বুধবার ভোটাভুটির মাধ্যমে বেশিরভাগ এমপি প্রস্তাবটি অনুমোদন করেন। প্রতিবেদনে বলা হয়, বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৪ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে মিশন শেষ করলেও মার্কিনীদের সেনা ও ঘাঁটি বজায় রাখার অনুমতি দেয়া হয়। কিন্তু এরপরও দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হয়ে বরং দিনে দিনে তার অবনতি ঘটছে। সামরিক ও বেসামকির জনগণ হতাহতের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার নানগারহার প্রদেশে জঙ্গিহামলায় ৬৮ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
১৫ সেপ্টেম্বর, ২০১৮, ৫:০৩ পিএম says : 0
আমেরিকা হলো নিরাপত্তা দেয় না বরং নিরাপত্তাহৗনতা তৈরি করে.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন