চট্টগ্রাম ব্যুরো : অবৈধ স্বর্ণ থাকার সন্দেহে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজারের একটি মার্কেট থেকে দুইটি সিন্দুক জব্ধ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহুল আমিনের নেতৃত্বে তামাককুন্ড লেনের বাহার মার্কেটের ৬ তলায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিবির এডিসি বাবুল আখতার জানান, মার্কেটের ৬ তলায় দুটি কক্ষে চোরাই স্বর্ণের মজুদ করে রাখার খবর পেয়ে অভিযান চালাতে এসে দুটি সিন্দুকের সন্ধান পায় পুলিশ। সিন্দুক দুটি খোলার চেষ্টা ব্যর্থ হবার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা জব্ধ করা হয়। পরে ওই কক্ষ দুটি সিলগালা করে দেয় পুলিশ। তিনি আরও জানান, ৬ তলা বিশিষ্ট ওই ভবনের ৩তলা পর্যন্ত মার্কেট এবং বাকী ৩টি তলা ব্যাচেলার হিসাবে ব্যবহৃত হচ্ছিল। অভিযানে খবর পেয়ে বাসিন্দরা পালিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন