ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’।
গতকাল সন্ধ্যায় ‘সাইট’-এর টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, আইএসের ‘আমাক সংবাদ সংস্থা’ অধ্যাপক রেজাউলকে হত্যায় জঙ্গিগোষ্ঠীটির দায় স্বীকারের খবর দিয়েছে। ‘নিরীশ্বরবাদে আহ্বান করার জন্য’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষককে হত্যা করা হয়েছে বলেও ওই পোস্টে জানানো হয়। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়ার শালবাগান এলাকায় বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
অ্যামনেস্টির নিন্দা, বিচার দাবি : এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ হত্যার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। হত্যাকা-ের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক চম্পা প্যাটেল বলেন, ‘রেজাউল করিম সিদ্দিকীর নৃশংস হত্যাকা- অমার্জনীয়। যারা দোষী, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। এই হত্যাকা-ের সঙ্গে অসাম্প্রদায়িক লেখক-ব্লগারদের হত্যাকা-ে সংশ্লিষ্ট ইসলামী জঙ্গিদের হামলার ধরনে মিল পাওয়া যায়। এইসব হত্যাকা- থামতে কর্তৃপক্ষের আরও বেশি কিছু করা উচিত।’ তিনি মনে করিয়ে দেন, গত বছরে এই ধরনের বিভিন্ন হামলার ঘটনায় এখন পর্যন্ত একজনকেও বিচারের আওতায় আনা যায়নি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন