স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ রোববার রাজধানী ঢাকার বাইরের নয় জেলায় নবনির্মিত নয়টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন করবেন। অফিসগুলো হচ্ছে মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও দিনাজপুর।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে বেলা পৌঁনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট সেবাসপ্তাহ ২০১৬ উপলক্ষে এসব বিভাগীয় পাসপোর্ট ভবন ও ভিসা অফিস এবং নয়টি আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করবেন। মাধ্যমে এসব জেলার লোকজন সহজেই পাসপোর্ট পাবেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে এতে ঢাকা মহানগরবাসীর পাসপোর্ট পেতেও ভোগান্তি কমবে। একই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজের নবনির্মিত (শিক্ষা) ভবনেরও উদ্বোধন করবেন বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন