শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ব্রিটিশ গ্যাস ৬৮৪ কর্মী ছাঁটাই করবে

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট
ব্রিটিশ বহুজাতিক ইউটিলিটি কোম্পানি সেন্ট্রিকার অধীন প্রতিষ্ঠান ব্রিটিশ গ্যাস ৬৮৪ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। সম্প্রতি এক সেন্ট্রিকার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। খবর রয়টার্স। ব্রিটেনের বৃহত্তম বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটি বার্মিংহামের নিকটবর্তী ওল্ডব্যারিতে ব্রিটিশ গ্যাস সার্ভিসের দফতরটি বন্ধ করে দিতে যাচ্ছে। ফলে সেখানে কর্মরত ৬৮৪ কর্মীকে কাজ থেকে বাদ দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিদ্যুতের নিম্নমূল্য ও তীব্র প্রতিযোগিতার কারণে সেন্ট্রিকা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ব্যয় সংকোচন পরিকল্পনার অংশ হিসেবে গত বছর কোম্পানিটি ৬ হাজার জনবল হ্রাসের ঘোষণা করেছিল। এর মধ্যে এ বছর ৩ হাজার কর্মী ছাঁটাই করতে পারে সেন্ট্রিকা। চলতি সপ্তাহের শুরুতেই কোম্পানিটি বছরের প্রথম প্রান্তিকে ৮০০ কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ইনসল্যুশন ব্যবসা থেকে ৫০০ কর্মী ছাঁটাইয়ের কথা জানায় ব্রিটিশ গ্যাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন