কর্পোরেট রিপোর্ট : যুক্তরাষ্ট্র জ্বালানি তেল উৎপাদন কমানোয় বিশ্ববাজারে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে এই নিত্যপণ্যটি। প্রায় দেড় ডলার বেড়ে যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৪২ ডলার ৬৩ সেন্ট দরে। আর ইউরোপে এ পণ্যটি বিক্রি হচ্ছে ৪৫ ডলার ৮০ সেন্ট দরে। জ্বালানি বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র উৎপাদন কমানোয় বাজারে কিছুটা সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। আর সে কারণেই বাজার কিছুটা চাঙ্গা হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ধারণা আগামীতে যুক্তরাষ্ট্র উৎপাদন আরো কমিয়ে আনবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন