বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বাংলাদেশী অভিবাসীদের ‘উইপোকা’ বললেন অমিত শাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪৭ এএম

বাংলাদেশী অভিবাসীদেরকে উইপোকার (টারমাইটস) সঙ্গে তুলনা করেছেন ভারতে ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ। একই সময়ে তিনি ভোটার তালিকা থেকে তাদের প্রত্যেকের নাম বাদ দেয়ারও ঘোষণা দিয়েছেন। তিনি শনিবার রাজস্থানের সাবাই মাধোপুর এক জনসভায় এ ঘোষণা দেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। অমিত শাহ সম্প্রতি আসামে প্রকাশিত খসড়া নাগরিকপঞ্জি (এনআরসি)র উল্লেখ করে বলেন, বিজেপি সরকার প্রায় ৪০ লাখ অবৈধ অভিবাসীকে সনাক্ত করেছে। তিনি রাজস্থানে ক্ষমতায় থাকা বিজেপি সরকারকে অনড় ‘অঙ্গদ কা পা’ বলে উল্লেখ করেন। রামায়নের একটি চরিত্রের উল্লেখ করে তিনি এমনটা বলেন। ওই চরিত্রে রাবনের পা পর্যন্ত কেউ নড়াতে পারে না। তাই রাজস্থানে ক্ষমতায় থাকা বিজেপিকে তেমন অনড় অবস্থানে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করেন। বলেন, কংত্রেস দেশের ভালোর জন্য কিছুই করতে পারে না। এর কারণ, এ দলে একজন নেতাও নেই। তাদের নীতি বা পলিসিও নেই। তিনি সংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে রাহুল বাবা উল্লেখ করে বলেন, তিনি যখন বিজেজি কি কাজ করেছে সেই খবর নিচ্ছিলেন তখন জনগণ তাকে বলতে চেয়েছে, তার পরিবারের চার প্রজন্ম কি করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন