বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দিবে না বলে জানিয়েছেন আ’লীগের
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ২৯ সেপ্টেম্বর
বিএনপির সমাবেশ করতে সমস্যা নেই। এ দিন আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দিবে না। তবে সারাদেশে দলীয় নেতাকর্মীরা সতর্ক থাকবে।
বুধবার দুপুরে রাজবাড়ীতে দলীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে মঙ্গলবার কাদের বলেন, পাঁচমিশালি ও জগাখিচুড়ির নেতৃত্বের প্রতি জনগণের কোনো আস্থা নেই, আ.লীগ বাদে ঐক্য ‘জাতীয়তাবাদী সাম্প্রদায়িক’ আওয়ামী লীগকে বাদ দিয়ে ঐক্য হবে না।
মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলায় জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাসভবনে আয়োজিত এক নির্বাচনী প্রস্তুতি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে
ওবায়দুল কাদের এ কথা বলেন।
মন্তব্য করুন