শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ৬৯

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে প্রাণঘাতী ইবোলা রোগে আক্রান্ত হয়ে অন্তত ৬৯ জন প্রাণ হারিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, স¤প্রতি চিকিৎসার জন্য হাসপাতালে আসা সম্ভাব্য দেড়শ রোগীর মধ্যে ১১৯ জনের ইবোলায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া এ ঘটনায় বাকি ৩১ জনও এ রোগে আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। দেশটিতে এই রোগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়ছে। ওই প্রাণহানির বাইরে আরও অন্তত ৩১ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বর্তমানে এই রোগে মৃতের সংখ্যা একশ ছাড়িয়েছে। এ ব্যাপারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) উদ্বেগ প্রকাশ করেছে। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন