শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইবোলায় মৃত্যু হাজার ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৮ এএম

ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে। জানা যায়, ২০১৮ সালের আগস্টে দেশটির ইতিহাসে দ্বিতীয়বারের মত মহামারি আকারে দেখা দেয় ইবোলার প্রাদুর্ভাব। এ ব্যাপারে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহকারী পরিচালক ডা. মাইকেল রিয়ান বলেন, সহিংসতা ও চিকিৎসকদের প্রতি অনাস্থার কারণে দেশটির পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া এ রোগটি নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষকে ইবোলা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্যকর্মীরা জানান। যদিও ইবোলার প্রাদুর্ভাব দেশটির দুইটি প্রদেশে রয়েছে, তবে সহিংসতার কারণে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এছাড়া ডবিøউএইচও জানায়, বিশ্বব্যাপী ইবোলার সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম হলেও, আশপাশের দেশগুলোতে এটি ছড়িয়ে পড়তে পারে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন