পুলিশের কাজে বাধা ও নাশকতার মামলায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আাহমদ ও
বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আাব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের আদালত পুলিশ রিপোর্ট দেয়া পর্যন্ত তাদের জামিন দেন।
আাদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আাবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এ বিষয়ে আাইনজীবী জানান, গত ৩০ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ব্যারিস্টার মওদুদ আাহমদের বিরুদ্ধে একটি মামলা হয়। আর খিলগাঁও থানায় সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে চারটি মামলা হয়। এসব মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মন্তব্য করুন