সম্প্রতি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় নোয়াখালীর তাজুল হক মডেল স্কুলের দরিদ্র ও অবহেলিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ। স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা, স্যানিটেশন ব্যাবস্থা ও শারীরিক সুস্থতার উপর প্রশিক্ষণ, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের উপর কাউন্সিলিং এবং আবাসন সুবিধাসহ মানসম্মত লেখাপড়ার ক্ষেত্রে সার্বিক সহায়তার প্রদানের লক্ষ্যে প্রতিমাসে ৫০ হাজার টাকা করে ১ বছরে মোট ৬ লক্ষ টাকা আর্থিক অনুদান দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মো: নাজমুল হাসান তাজুল হক মডেল স্কুলে এ উপলক্ষে অয়োজিত অনুষ্ঠানে কর্মসূচীর উপর সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এ.কে.এম আবু ছগির চৌধুরী, মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান আজম খানসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন