বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শের-ই-বাংলার ৫৪তম মৃত্যুবার্ষিকী কাল

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ঝালকাঠি প্রতিনিধি : আগামীকাল বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৫৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সাতুরিয়া গ্রামে ব্যাপক কর্মসূচী পালন করছে ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট’। কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, কোরআনখানি, দোয়া ও মিলাদ, শিক্ষার্থীদের মধ্যে টি শার্ট এবং বই বিতরণ। এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা: আজিজ রহিম। টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান বক্তা থাকবেন ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট’র প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। বিশেষ অতিথি থাকবেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, কাউখালি উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী এনায়েতুর রহমান বাচ্চু, কাউখালি উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আকতার লাইজু, সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ছিদ্দিকুর রহমান, রাজাপুর মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার ও কাউখালি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন। সভাপতিত্ব করবেন শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট চেয়ারম্যান আলহাজ্জ কে এম আব্দুল করিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন