বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ২৭৪ সিনিয়র সহকারী ও সহকারী বিচারক (আইন কর্মকর্তা ও জজ) বদলি করেছে আইন মন্ত্রণালয়। গত সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট আদেশক্রমে এ বিশাল সংখ্যক আইন কর্মকর্তার একইসঙ্গে এ বদলির আদেশে সাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মাহাবুবার রহমান সরকার। আইন মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, বদলিকরা আইন কর্মকর্তারা যে যেখানে দায়িত্বে আছেন, তারা তাদের ওপর দায়িত্ব, ছুটি বা নির্বাচনি ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন শেষে নতুন কর্মস্থলে যোগদান করবেন।
বদলি করা বিচারকদের তালিকা দেখতে লিংকে ক্লিক করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন