যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় এক বন্দুকধারীর হামলায় সাত পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পুলিশ জানায়, ওই বন্দুকধারী একজন শিশুকে জিম্মি করে রেখেছিলো। প্রায় দুই ঘণ্টা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ চলে তার। এরপর তাকে গুলি করে নিবৃত্ত করে পুলিশ। ফ্লোরেন্স শহরের পুলিশ সেখানে সহায়তা করেছে। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনায় টুইটবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন