রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের সঙ্গে সব বিষয়ে একমত নই : মেলানিয়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম


অতীতের ট্রাম্পবিরোধী বিভিন্ন পদক্ষেপের ধারাবাহিকতায় মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প এবার সরাসরি বলেছেন, তার স্বামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সব বিষয়ে একমত নন। আফ্রিকা সফররত মেলানিয়া স্পষ্ট করে বলেছেন, তার নিজস্ব চিন্তা ও বক্তব্য রয়েছে এবং সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ। চারটি দেশ সফরের উদ্দেশে এখন তিনি আফ্রিকায় অবস্থান করছেন। ফার্স্ট লেডি হিসেবে এটাই তার প্রথম একক বিদেশ সফর। সংবাদমাধ্যমগুলোর খবর, নিজে নিজেই এই সফরের পরিকল্পনা করেছেন মেলানিয়া। ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তার মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, ‘তিনি প্রত্যেকটি দেশের ইতিহাস, সংস্কৃতি, প্রতিবন্ধকতা ও সাফল্য নিয়ে জানতে আগ্রহী।’ এই সফরের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার সম্পর্ক ভালো যাচ্ছিলো না। স্বামী ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে থেকেই আফ্রিকা নিয়ে বিরুপ মন্তব্য করতেন। ক্ষমতায় আসার পর মিসরের শক্তিশালী প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির মুখোমুখি হওয়ার পাশাপাশি নাইজেরিয়া ও কেনিয়ার নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তারপরও আফ্রিকার বড় অংশ ও অনেক ইস্যু নিয়ে কোনও ব্যবস্থা নেননি তিনি। অপরদিকে, সাবেক মডেল মেলানিয়া ট্রাম্প লোকজনকে তার পোশাকের দিকে কম নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া ট্রাম্পের টুইটের সঙ্গে নিজের ভিন্নমতের কথাও জানিয়েছেন তিনি। আফ্রিকায় সিরিজ সফরের অংশ হিসেবে শনিবার মিসর সফরকালে এসব বিষয়ে কথা বলেন মার্কিন ফার্স্ট লেডি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন