শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

এশিয়ান ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইসলামিক স্টাডিজ এসোসিয়েশন ৪৭তম বাচের বিদায় উপলক্ষে সম্প্রতি গ্র্যাজুয়েশন্স প্রোগ্রামের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবি’র প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। তিনি গ্র্যাজুয়েশনকে উচ্চশিক্ষার প্রথম ধাপ উল্লেখ করে শিক্ষার্থীদেরকে মাস্টার্স এবং এরপর এমফিল, পিএউচডি ডিগ্রী অর্জনের জন্য আহŸান জানান। প্রধান অতিথি বলেন, এইউবি পাঠ্য সংশ্লিষ্ট শিক্ষা দেবার পাশাপাশি আপনাদেরকে নৈতিক শিক্ষা দেবার চেষ্টা করেছে। আপনার কর্মক্ষেত্র থেকে আপনার সততার প্রশংসা যখন আমাদের নিকট পৌঁছাবে তখন আমাদের এই পরিশ্রম সার্থক বলে বিবেচিত হবে। কর্মজীবনে সততার পাশাপাশি নিষ্ঠা ও দক্ষতা অর্জনের জন্য প্রধান অতিথি শিক্ষার্থীদেরকে পরামর্শ প্রদান করেন। বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন ড. মোঃ মহসিন উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য মিসেস সালেহা সাদেক, বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সদস্য এস. এম. ইয়াসিন আলীসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন