শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জাতীয় জোটের মহাসমাবেশ সফল করতে বিকে মজলিসের ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ৫:১৯ পিএম

আগামী ২০ অক্টোবর সহরাওয়ারর্দী উদ্যানে হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকে মজলিস) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

আজ পুরানা পল্টনে সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরীর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে মহাসচিব মাওলানা মাহফুজুল হককে আহ্বায়ক, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদকে যুগ্ম আহ্বায়ক, মাওলানা আতাউল্লাহ আমীনকে সদস্য সচিব এবং মাওলানা রেজাউল করীম জালালী, মুফতী শরাফত হোসাইন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলনা এনামুল হক মূসাকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট সমাবেশ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

দলের বিভিন্ন জেলা ও মহানগর শাখায় লোক উপস্থিতিসহ বিভিন্ন নির্দেশিকা প্রদান করা হয়। নির্বাহী কমিটির বৈঠকে সম্মিলিত জাতীয় জোট থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য সম্মানজনক সংখ্যক আসন আদায়ের বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে দলের সকল নেতা কর্মীকে মহাসমাবেশ সফল করতে সহরাওয়ার্দী উদ্যানে সমবেত হওয়ার আহবান জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন