শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ইসলামের বাণী পৌঁছে দেয়াই মালয়েশিয়ার নীতি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ড. মুজাহিদ ইউসুফ রাওয়া বলেছেন, আমাদের দেশে সকল ধরনের মুসলিমদের স্বাগত জানানো উচিত। মালয়েশিয়ার সরকারের নীতি হচ্ছে ইসলামের দয়াশীল বাণী সর্বত্র পৌঁছে দেয়া। দ্যা স্টার অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন জাহাবারদীন মো. ইউনুস। পুরো সাক্ষাৎকারটি নিম্নে তুলে ধরা হলো- মন্ত্রী বলেন, আমি মনে করি শুধুমাত্র ‘ইসলাম’ ধর্মের শিক্ষাই মানুষকে দয়া করতে, ভালবাসতে এবং ক্ষমা করতে শেখায়। যেকেউ পবিত্র কুরআন পড়লে দেখতে পাবে যে, পবিত্র কুরআন নিজেকে ‘বিশ্বাসীদের জন্য দয়াশীল’ বলে বর্ণনা করেছে।’ নবী মুহাম্মদ (সাঃ) কে পবিত্র কুরআনে পুরো বিশ্ব জাহানের জন্য ‘রাহমাতান-লিল-আলামিন’ বলে বর্ণনা করা হয়েছে। এ-সম্পর্কে পবিত্র কোরআনের সূরা আল আনাবিয়া এর ১০৭ নম্বর আয়াতে বলা হয়েছে। ‘রাহমা’ শব্দটির অর্থ হচ্ছে ভালবাসা এবং অন্যান্য সৃষ্টির প্রতি মহান আল্লাহর ভালোবাসা। তিনি তার সৃষ্টিকুলকে প্রয়োজনীয় সবকিছুই দান করেছেন। পবিত্র কুরআন আমাদেরকে আল্লাহ তায়ালার রহমত পাওয়ার জন্য পথ প্রদর্শন করে। ড. মুজাহিদ বলেন, আমরা ইসলাম-ভীতির মুখোমুখি হই। এমনকি কিছু মুসলিম অন্য মুসলিম ভাইদের প্রতি বৈষম্য করে থাকেন। এসকল কার্যক্রমের অবসান হওয়া দরকার। অনেক ইসলামী বিশেষজ্ঞ বর্তমান শতাব্দীর সাথে তাল মিলিয়ে তাদের চিন্তা চেতনাকে তুলে ধরতে পারছেন না। ৩০ বছর পূর্বের চিন্তা চেতনা এবং প্রযুক্তির সাথে আজকের যুগের কোনো কিছুরই মিল নেই। এমনকি মুসলিমরা এখন বুঝতে পরেছে যে, কিছু তথাকথিত ধর্মীয় বিশেষজ্ঞ ইসলামের জন্য কোন অবদান রাখছেন না বরং তারা ইসলামকে শুধুমাত্র একটি আইন হিসেবে উপস্থাপন করতে সচেষ্ট রয়েছেন। নিঃসন্দেহে ফিকাহ বা ইসলামী আইন একজন মুসলিমের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এর বাহিরে ও ইসলামের অন্যান্য দিক সম্পর্কে জ্ঞান অর্জন করাটাও সমান গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনে ধর্মের প্রতি ভালোবাসা এবং নৈতিক দিক নিয়ে অন্তত ৬,২৩৬টি আয়াত রয়েছে আর অন্যদিকে ইসলামি ফিকাহ বা ইসলামি আইন নিয়ে ৩৫০ টি আয়াত রয়েছে। এমএসএন ডট কম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন