শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ডিএসই পরিচালনা পর্ষদের শুভেচ্ছা

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক থেকে বিএসইসির কমিশনার হিসেবে যোগদান করেন অধ্যাপক ড. স্বপন কুমার বালা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমনটি হল। এ উপলক্ষে সম্প্রতি ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুর রহমান, মো. শাকিল রিজভী, খাজা গোলাম রসূল এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল মতিন পাটওয়ারীসহ ৪ সদস্যের প্রতিনিধি বিএসইসির নবনিযুক্ত কমিশনারকে শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএসইসির কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন এবং মো. এ সালাম সিকদার। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেন, অধ্যাপক ড. স্বপন কুমার বালা যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন, তা ব্যবহার করে পুঁজিবাজারের জন্য কাজ করতে পারবেন। তিনি বলেন, তিনি একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট। এ ছাড়াও তার পিএইচডি ডিগ্রি রয়েছে। পুঁজিবাজার, ট্যাক্স এবং অন্য বিষয়ে তার যে জ্ঞান রয়েছে সেগুলোকে কাছে লাগিয়ে পুঁজিবাজারের উন্নয়নে অবদান রাখতে পারবেন। অধ্যাপক স্বপন কুমার বালা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডিএসইর যেসব সমস্যা রয়েছে তা আমার জানা আছে। কমিশন একটা কালেক্টিভ বডি। সে ক্ষেত্রে কমিশন বাজারকে নিয়ে ভাবে। কমিশন সরকারি প্রতিষ্ঠান বৃহত্তর নীতিনির্ধারণের কাজ করে। যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করলে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন