শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয়

বিআরবি ক্যাবল-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

এ্স এম আলী আহসান পান্না, কুষ্টিয়া | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দেশের সেরা ও বিশ্বের অন্যতম বৈদ্যুতিক তার প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ড্রাষ্টিজ লিমিটেড এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। কুষ্টিয়ার বিসিকি শিল্পনগরীতে প্রতিষ্ঠিত স্বনামধণ্য এই শিল্প প্রতিষ্ঠানটি দেশের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে স্থান করে নিতে সক্ষম হয়েছে। এদিকে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়া বিআরবি ক্যাবলস এর প্রধান কার্যালয়ে আজ সকাল ৯টায় দিনব্যাপী মিলাদ মাহফিল, আলোচনা সভা, বিনোদন ও মধাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান। এই অনুষ্ঠানে দেশী-বিদেশী অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে ঘিরে কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে সাজ সাজ রব বিরাজ করছে।
গুনগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে বিআরবি কোম্পানী দেশ-বিদেশের মানুষের কাছে আস্থা অর্জন করেছে। এই কোম্পানীর অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে কিয়াম মেটাল ইন্ডাস্টিজ লিঃ, এমআরএস ইন্ডাস্টিজ লিঃ ও বিআরবি পলিমার লিঃ এর মত বড় বড় শিল্প প্রতিষ্ঠান বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব শিল্প প্রতিষ্ঠানের বাইরেসিকিউরিটিজ, এয়ারসার্ভিস, স্বাস্থ্যসেবা, কিয়াম ছিরাতুন নেছা মেমোরিয়াল ট্রাস্ট, শিক্ষা ও মানবসেবাসহ বেশ কিছু প্রতিষ্ঠান বিআরবি শিল্প প্রতিষ্ঠানের আওতায় পরিচালিত হচ্ছে। আর এই প্রতিষ্ঠানের কর্ণধার কুষ্টিয়ার কৃতিসন্তান দেশ বরেণ্য শিল্পপতি বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মজিবর রহমান। তিনি বেশ কয়েকবার সিআইপি নির্বাচিত হন। শিল্পপদক ও জাতীয় রপ্তানিতে বিশেষ অবদান রাখায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কর্তৃক কয়েকবার জাতীয় স্বর্ণপদক লাভ করেন।
সব মিলিয়ে মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের গৌরব বয়ে আনার অন্যতম দাবিদার বিআরবি গ্রুপের স্বপ্নদ্রষ্টা মো. মজিবর রহমান নিজকে উৎসর্গ করেছেন কাজের পেছনে। নানা প্রতিকূলতা সত্তে¡ও ইস্পাত কঠিন দৃঢ়তা রয়েছে তার। কঠিন অধ্যাবসায় ও সততার সাথে কোন চেষ্টা করলে তার ফলাফল অবশ্যই ভাল হয়,এর বাস্তব প্রমাণ তিনি।
জানা গেছে, ১৯৭৮ সালের ২৩ অক্টোবর তিনি গড়ে তোলেন বিআরবি ক্যাবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। পণ্যের গুনগত মান বজায় রাখার কারণে এ শিল্প প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের গন্ডি পেরিয়ে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। বিশ্বের আধুনিক যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি ব্যবহার ও পন্যের গুনগত মান নিয়ন্ত্রণের ফলে বিআরবি ক্যাবলস ইন্ড্রষ্ট্রিজের বৈদ্যুতিক তারসহ অন্যান্য পণ্য সামগ্রী দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও রফতানি হচ্ছে। পণ্য উৎপাদন ও গুনগত মান রক্ষার জন্য আইএসও সনদ লাভসহ বিশ্বের প্রায় ২শ’টি দেশের তিন হাজার ক্যাবলস কোম্পানীর মধ্যে নির্বাচিত ৫০টি শীর্ষস্থানীয় কোম্পানী মধ্য থেকে বিশ্ব র‌্যাঙ্কিং-এ কুষ্টিয়ার বিআরবি ক্যাবলস ইন্ড্রাষ্টিজ ৩৩তম স্থান ও দেশের মধ্যে প্রথম স্থান লাভ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জলসহ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
এছাড়া মানসম্পন্ন পণ্য প্রস্তুতকারী ও বিশেষ অবদান রাখার জন্য বিআরবি ক্যাবলস ইন্ড্রাষ্টিজ লিমিটেড বিভিন্ন সময় সরকারের কাছ থেকে নানা পুরস্কারে ভূষিত হয়েছে। এরমধ্যে বাংলাদেশ এডুকেশন স্কলারশীপ ট্রাস্ট স্বর্ণপদক, শের-ই-বাংলা একে ফজলুল হক স্বর্ণপদক, ১০ম গোল্ডেন আমেরিকা এ্যওয়ার্ড, জাতীয় রফতানি ট্রফি (স্বর্ণ) বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে ওই শিল্প প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক ওয়্যারস এন্ড ক্যাবলস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। এ শিল্প প্রতিষ্ঠানে ডোমেস্টিক ক্যাবলস থেকে ৩৩ কেভি এইচটিপিভিসি ও এক্সএলইপি ক্যাবলস্, ১৩২ কেভি এ্যালমুনিয়াম কন্ডাক্টর, এফআরএলএস ক্যাবলস্, জেলি ফিল্ড টেলিফোন ক্যাবলস ও বৈদ্যুতিক ফ্যান তৈরী হচ্ছে। বিআরবি গ্রুপের নতুন সংযোজন হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনায় ১শ’ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুত কেন্দ্রস্থাপন। শুধুমাত্র নিজস্ব শিল্প কারখানার বিদ্যুত চাহিদা মেটাতে বিদ্যুত কেন্দ্রটিতে ১১ মেগাওয়াট উৎপাদনের ব্যবস্থা রয়েছে। জাপানের দাইহাতসু কোম্পানী থেকে আমদানিকৃত অত্যাধুনিক ৩টি ডুয়েল ফুয়েল জেনারেটরের মাধ্যমে উৎপাদিত ‘বিআরবি এনার্জি লিমিটেড’ নামকরণে তেলভিত্তিক ওই বিদ্যুত কেন্দ্রটি স্থাপন করা হয়। বিআরবি’র অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের মধ্যে কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজের তৈরী এ্যালমুনিয়াম তৈজষপত্র, ননস্টিক কীচেন ওয়্যার, প্রেসার কুকার, রাইচ কুকার, হটপট ইত্যাদি দেশের বাজারে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং ক্রেতাদের কাছে সমাদৃত হয়েছে। পাশাপাশি এমআরএস ইন্ডাস্টিজের আপ-কাস্টিং ও কন্টিন্যুয়াস কাস্ট পদ্ধতিতে আমদানি বিকল্প কপারওয়্যার রড ও এ্যালমুনিয়াম ওয়্যার রড ও কপার স্ট্রীপ উৎপাদন ও বাজারজাত হচ্ছে।
ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বিআরবি গ্রুপ আর্থ-সামাজিক উন্নয়নসহ দেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। এছাড়া বিআরবি গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে ফার্নিচার ও ডেকোরেশনের জন্য কাঠের বিকল্প পার্টিকেল বোর্ড, লেমিনেশন বোর্ড, বৈদ্যুতিক লাইন ও পানির লাইনসহ গভীর-অগভীর নলকূপের জন্য উন্নত মানের পিভিসি পাইপ উৎপাদিত হচ্ছে। এসব পণ্য সামগ্রীও গ্রাহকদের যথেষ্ট গ্রহণযোগ্য ও সমাদৃত হয়েছে। বিআরবি গ্রুপের শিল্প প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করছে। শিল্পপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান জানান, আর্থ-সামজিক উন্নয়ন ও শিল্প ভাবনা থেকেই তিনি শিল্পায়নে মনোনিবেশ করেন। পরবর্তীতে শিল্প-কারখানা প্রতিষ্ঠায় তার মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফলে বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এই শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি কুষ্টিয়াতে বিআরবি গ্রুপের চেয়ারম্যানের সহধর্মিনীর নামে ১৬তলা ভবনবিশিষ্ট সেলিমা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখানে দরিদ্র থেকে উচ্চবিত্ত শ্রেণির রোগীদের স্বাস্থ্যসেবা থাকবে। দেশের অত্যাধুনিক ও সর্বশ্রেষ্ঠ হাসপাতাল হবে বলে জানা গেছে। বিআরবি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে গত ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সচেতনা ও সেবা সপ্তাহ শুরু হয়। কুষ্টিয়ায় বিশ্বমানের নির্মাণাধীন সেলিমা মেডিকেল কলেজ হাসপাতালের (প্রস্তাবিত) হলরুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান।
রোগীদের চিকিৎসা প্রদানের আগে ঢাকাস্থ বিআরঅবি হাসপাতালের কিডনী বিভাগীয় প্রধান অধ্যাপক এম,এ সামাদ ও কনসাটেন্ট আব্দুল হামিদ সেমিনারে কিডনী রোগ প্রতিরোধে সচেতনা সৃষ্টি ও করণীয় সম্পর্কে রোগীদের সাথে মত বিনিময় করেন। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসার পাশাপাশি পুষ্টিবিদ ও ফিজিওথেরাপিস্টের পরামর্শ, রক্তের গ্রুপ ও ডায়াবেটিজ নির্ণয় এবং প্রয়োজনবোধে চিকিৎসের পরামর্শে ইসিজি ও আল্ট্রসনোগ্রাফিসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষাও বিনামুল্যে প্রদান করা হয়। বিআরবি গ্রুপের তত্বাবধানে কুষ্টিয়ায় নির্মাণাধীন ১৬তলা ভবনের বিশ্বমানের হাসপাতালটি চালুর আগেই স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনের মাধ্যমে রোগীদের সেবা প্রদানের বিষয়টি খুবই মহৎ ও অনন্য বলে চিকিৎসা গ্রহণকারীরা জানান।
এছাড়া ঢাকায় বিআরবি হাসপিটালস লিঃ নামে বিআরবি’র আরেকটি অত্যাধুনিক হাসপাতাল চালু হয়েছে। বিআরবি ক্যাবল ইন্ডাষ্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান মোঃ মজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিআরবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ পারভেজ রহমান, কনিষ্ঠপুত্র এমআরএস ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামসুর রহমান ও একমাত্র জামাতা কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজবার রহমান তার সাথে হাতে হাত ধরে এ শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়া বিআরবি ক্যাবলস এর প্রধান কার্যালয় প্রাঙ্গনে আজ মঙ্গলবার ৯টায় দিনব্যাপী মিলাদ মাহফিল, আলোচনা সভা, বিনোদন ও মধাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষ্যে শিল্প প্রতিষ্ঠানটিকে নতুন সাজে সাজানো হয়েছে। অনুষ্ঠানে দেশী-বিদেশী অতিথিসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন