বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

ইনভেস্টর প্রোটেকশন ইন দি ক্যাপিটাল মার্কেট অব বাংলাদেশ শীর্ষক সেমিনার

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে চিটাগাং স্টক এক্সচেঞ্জ এর উদ্যোগে ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০১৮ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে আলোচক হিসেবে ‘ইনভেস্টর প্রোটেকশন ইন দি ক্যাপিটাল মার্কেট অব বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
ড. সেলিম তার প্রবন্ধে বলেন, বিনিয়োগকারীরা আর্থিক ও পুঁজিবাজারের স্তম্ভ এবং তারাই বাজারের কার্যকলাপের সীমারেখা নির্ধারণ করেন। তিনি বলেন, বিনিয়োগকারীরা বিনিয়োগের মাধ্যমে অর্থযোগান দিয়ে জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সম্মেলনে স্টক মার্কেটে মধ্যস্থতাকারী ও উন্নয়ন পেশাজীবিসহ দুই শতাধিক বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন