ভারত থেকে দ্রুত দেশে ফিরতে চাচ্ছেন
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ভারতে অনুপ্রবেশের মামলায় স্থানীয় এক আদালতে বেকসুর খালাস পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এমন অবস্থানের কথা জানান তিনি। খবর দ্য শিলং টাইমস।
সালাউদ্দিনের বিরুদ্ধে আনা অনুপ্রবেশের অভিযোগ শুক্রবার (২৬ অক্টোবর) নাকচ করে দেন ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। একইসঙ্গে তাকে দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তনেরও নির্দেশ দেন আদালত।
রায়ের পর সাংবাদিকদের সালাউদ্দিন বলেন, ‘আদালত আমাকে খালাস দিয়ে ন্যায়বিচার সম্পন্ন করায় আমি আনন্দিত। তারা প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের আমার যত দ্রুত সম্ভব দেশে ফেরার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আমি ন্যায়বিচার পেয়েছি। দ্রুত দেশে ফিরতে চাই।’
মন্তব্য করুন