শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এখন থেকে উঠান বৈঠকের মধ্য দিয়ে সবাইকে বোঝাতে হবে -ওবায়দুল কাদের

বরগুনা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ৪:৫২ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১০ মাস ১০দিন কষ্টের পর সন্তানের জন্ম দেন মা। সেই মাকে বাংলাদেশে প্রথম সম্মানিত করেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে তার প্রতিদান কি আপনারা দেবেন? শুধু আপনারা দিলেই হবে না। এখন থেকে উঠান বৈঠকের মধ্য দিয়ে সবাইকে বোঝাতে হবে বাংলাদেশে নারীদের প্রথম সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
 
শনিবার (২৭ অক্টোবর) বিকেলে বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
 
সরকারের উন্নয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘১৬ কোটি মানুষ, ১৫ কোটি মোবাইল কে দিয়েছে? আজকে উপবৃত্তি, শিক্ষাবৃত্তি মোবাইলে পৌঁছে যাচ্ছে এটা কে দিয়েছে? ১০ কোটি মানুষের ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে এটা কে দিয়েছে?’
 
কাদের আরও বলেন, ‘বিএনপি নালিশী পার্টি। এরা মিথ্যাচার করে। জাতিসংঘের মহাসচিবের নামে ভুয়া চিঠি বানায়। এরা ভুয়া, ভুয়া, ভুয়া।’
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন