ইনকিলাব ডেস্ক : ফের মেট্রোয় সওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আবার তার সঙ্গী ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁলাদ। দিল্লি মেট্রোয় চেপে গুরগাঁও গেলেন তারা। দিন কয়েক আগেই আর পাঁচজন সহযাত্রীর মতো মোদীর মেট্রো সফরের ছবি ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সপার্ষদ ফরাসি প্রেসিডেন্টকে নিয়ে মেট্রোয় যাত্রা করলেন প্রধানমন্ত্রী। ১০২টি দেশকে নিয়ে আন্তর্জাতিক সৌরশক্তি জোটের উদ্বোধনে গুরগাঁওয়ে যাত্রা করেন তারা। প্যারিসে পরিবেশ সম্মেলনে এই উদ্যোগের কথা বলেছিলেন মোদী ও ওল্যাঁদ। মেট্রোর আসনে বসা দুই রাষ্ট্রনেতার ছবি শেয়ার করা হয়েছে টুইটারে @PMOIndia অ্যাকাউন্টে। ইকো-ফ্রেন্ডলি সফরের প্রচারেই এই ছবি শেয়ার করা হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন