বিশেষ সংবাদদাতা ঃ আজ শুক্রবারের মধ্যেই বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গত এক সপ্তাহ যাবৎ ঢাকাসহ, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিদ্যুৎ না থাকার মানুষ কষ্ট পাওয়ায় দুঃখও প্রকাশ করেন তিনি। গত বুধবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। নসরুল হামিদ বলেন, আপনারা হয়তো জেনে থাকবেন নৌযান ও নৌ পরিবহন শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে তাদের বিভিন্ন দাবি আদায়ে ধর্মঘট করেছে। যার ফলে সারা দেশে নৌ-পথে জ্বালানি তেল সরবরাহ প্রচ- আকারে বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন