বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মধ্যবর্তী নির্বাচনের আগে ভাবতে চাই না : হিলারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি, পররাষ্ট্রমন্ত্রী ও দুইবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতাকারী হিলারি ক্লিনটন আগামী ২০২০ সালের নির্বাচনেও প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন বলে আভাষ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে হিলারিকে জিজ্ঞাসা করা হয়েছিল আগামী নির্বাচনে লড়বেন কি না। প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম রিকোডের সহপ্রতিষ্ঠাতা ও সাংবাদিক কারা সুইশারের এমন প্রশ্নের উত্তরে হিলারি সোজাসুজি ‘না’ বলে উত্তর দেন। কিন্তু কিছুক্ষণ পরে এই বিষয়ে হিলারি ক্লিনটনকে আবারো জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,‘আমি আসলে প্রেসিডেন্ট হতে চাই। আমার মনে হয় ২০২১ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিস- প্রেসিডেন্টের কার্যালয়ে যখন আমাদের অর্থাৎ ডেমোক্র্যাট দলের একজন থাকবেন, তখন আমাদের অনেক কিছু করার থাকবে।’ হিলারি আরও বলেন,‘আমরা বিশ্বের সবাইকে বিভ্রান্ত করছি। এমনকি আমরা নিজেদেরকেও বিভ্রান্ত করছি। আমরা আমাদের বন্ধুদের এবং শত্রুদের বিভ্রান্ত করছি। তাঁদের কোনো ধারণা নেই যুক্তরাষ্ট্র কী করছে, তাদের কী করা উচিত, কোনটা গুরুত্বপূর্ণ।’ তবে উপস্থাপক এই বিষয়ে উদাহরণ জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু বলেননি। হিলারি বলেন, ‘৬ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে আমি এটা নিয়ে কিছু ভাবতেই চাই না।’ ২০২০ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য তথা আগামী প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে হিলারি ক্লিনটন বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে যাতে একজন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট থাকতে পারেন, সেই লক্ষ্যে আমার সামর্থ্যের মধ্যে সব কিছুই করছি।’ সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন