নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় শোকে কাতর সারা বিশ্ব। এ ঘটনায় শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। এবার জানিয়েছেন মার্কিন রাজনীতিবিদ হিলারি ক্লিনটন। ২০১৮ সালে বিশ্বের মধ্যে শান্তিপূর্ণ রাষ্ট্রের তালিকায় নিউজিল্যান্ড ছিল দুই নম্বরে। নিউজিল্যান্ডের মুসলমানরা শান্তিপূর্ণ ও সহানুভূতিশীল হিসেবেই বেশি পরিচিত। অথচ সেই দেশেই শুক্রবার মসজিদের ভেতর ঘটে গেল নারকীয় হামলা। ঘটনাটির দুঃখপ্রকাশ করে শুক্রবার টুইট বার্তায় হিলারি ক্লিনটন লিখেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় কষ্টে আমার হৃদয় ভেঙেছে। আমাদের অবশ্যই উচিত বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে চিরস্থায়ী ও ধারাবাহিক লড়াই চালিয়ে যাওয়া। তাদের বর্বরোচিত এসব হত্যাকাণ্ড বন্ধ করতে হবে উল্লেখ্য করে তিনি বলেন, শ্বেতাঙ্গ বর্ণবাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। তাদের বর্বরোচিত এসব হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। শুক্রবার ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বন্দুকধারী সন্ত্রাসী হামলায় ৪৯ জন নিহত হয়েছেন। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন