মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

২৭ জন জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন আজ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০১ এএম

আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি হিসেবে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মধ্য থেকে ২২ জন সফল আত্মকর্মী এবং পাঁচজন যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার দিচ্ছে মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। গতকাল বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এ বছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।

তিনি বলে সরকারের ‘ন্যাশনাল সার্ভিস’ কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৩৭ জেলার ১৩৮টি উপজেলায় ২ দুই লাখ ১০ হাজার ২৭৪ জনকে প্রশিক্ষণ দিয়ে তাদের মধ্য থেকে দুই লাখ ৭ হাজার ৯৩৯ জনের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। বেকার যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের জন্য বর্তমান সরকারের সময়ে ২৪ লাখ ৬ হাজার ৬৪১ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯১২ জন আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুজ্জামান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন