শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

একে একে গণভবনে প্রবেশ করছেন ঐক্যফ্রন্ট ও ১৪ দলের নেতারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ৬:৩৯ পিএম

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপের উদ্দেশ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বে রওনা হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তারা রওনা হন বলে জানা গেছে। কামাল হোসেন নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে রয়েছেন ২১ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

তবে নির্ধারিত সময়ের আগেই একে একে গণভবনে প্রবেশ করছেন ঐক্যফ্রন্ট ও ১৪ দলের নেতারা। এর মধ্যে সবার আগে গণভবনে পৌছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এরপর প্রবেশ করেন স্থায়ী কমিটির অপর সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। অন্যদিকে ১৪দলের নেতাদের মধ্যে মাঈনুদ্দিন খান বাদল, মাহবুবুল আলম হানিফ, ড. মোঃ আব্দুর রাজ্জাক, হাছান মাহমুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন