শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সরকারের অপতৎপরতাই সুন্দরবনে অগ্নিসংযোগে উৎসাহিত করছে : জাতীয় কমিটি

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০৩০, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সরকারের অপতৎপরতাই দুর্বৃত্তদের বনলুট ও অগ্নিসংযোগে উৎসাহিত করছে বলে জানিয়েছে তেল গ্যাস বন্দর সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি। গতকাল শুক্রবার এক বিবৃতিতে কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ আনু মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব আনু মুহাম্মদ এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। তারা আরো বলেন, নানারকম বাহিনী মোতায়েন, কমিটি গঠন আর বিভিন্ন প্রতিশ্রুতি সত্ত্বেও এই এপ্রিলে চারবার আগুন লেগে সুন্দরবন আক্রান্ত হলো। এর ক্ষতি অপরিমেয়। এভাবে আগুন লাগার পরেই সরকারের নির্লিপ্ত কিংবা দায়সারা ভূমিকা থেকে আমরা আশঙ্কা করি এসব পরিকল্পিত অন্তর্ঘাত। বার বার আগুন লাগার পরেও এই অমূল্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকারের কোনো কার্যকর তৎপরতা নেই। বিবৃতিতে তারা আরো বলেন, ইতিমধ্যে তথ্য প্রকাশিত হয়েছে এসব অগ্নিকা-ের সাথে সরকারি দলের লোকজন জড়িত। আমরা বহুবার সুন্দরবনবিনাশী সকল তৎপরতা বন্ধে নীতিমালা প্রণয়ন ও তার সাথে যথাযথ বাস্তবায়ন দাবি করছি। এবারো আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার যাতে মুনাফা অন্ধত্ব থেকে মুক্ত হয়ে সুন্দরবনের দিকে তাকিয়ে বিশাল অমূল্য সম্পদকে রক্ষা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন