রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সাড়ে ৫০০ কোটি টাকা হ্যাকারদের পকেটে, উদ্ধারের আশা নেই

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০৩০, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ১০১ মিলিয়ন ডলার (৮০০ কোটি টাকা) এর মধ্যে ৭০ মিলিয়ন ডলার (সাড়ে ৫০০ কোটি টাকা) হ্যাকারদের পকেটে চলে গেছে। এ টাকা উদ্ধারের তেমন আশা নেই। গতকাল শুক্রবার বিশ্বখ্যাত সংবাদমাধ্যম বøুমবার্গকে একথা বলেছেন অর্থমন্ত্রী।
বøুমবার্গ এ বিষয়ে ‘হ্যাকারস মে পকেট অ্যাবাউট ৭০ মিলিয়ন ডলার ইন বাংলাদেশ সাইবার হেইস্ট’ (বাংলাদেশে সাইবার ডাকাতির ৭০ মিলিয়ন ডলার হ্যাকারদের পকেটে) শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে আবুল মাল আব্দুল মুহিতকে উদ্ধৃত করে আরো লেখা হয়েছে, ‘গত ফেব্রæয়ারিতে নিউইয়র্ক ফেডারেল ব্যাংক থেকে চুরি হওয়া টাকার বড় অংশ ৮১ মিলিয়ন যেখানে গিয়েছিল, সেই ফিলিপাইন থেকে বড়জোর ১০ মিলিয়ন ডলার উদ্ধার করা যাবে। বাকিটা আসলে কোথায় গিয়েছে সেই খোঁজ নেওয়াও অসম্ভব হয়ে পড়েছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘যেভাবে টাকাটা সরেছে তাতে এর দ্বারা কারা লাভবান হলো তা বলা মুশকিল হয়ে পড়েছে।’ তবে টাকার বেশির ভাগ জুয়ার আসরগুলোয় গেছে বলে জানান তিনি। এছাড়া অর্থমন্ত্রী বলেছেন, ‘অবশ্যই আমাদের কিছু লোকও এতে জড়িত ছিল।’ এ বিষয়ে তদন্ত চলছে। ফিলিপাইনও তদন্ত চালাচ্ছে। জড়িত থাকার বিষয়ে আরো জানতে চাইলে মন্ত্রী বলতে রাজি হননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন