কর্পোরেট রিপোর্ট : বিশ্ব বাজারে তেলের অস্থিতিশীল দামের প্রভাব পড়েছে চীনের অন্যতম তেল ও গ্যাস উত্পাদক কোম্পানি পেট্রোচায়নার মুনাফায়। বৃহস্পতিবার তেলে দামে অস্থিতিশীলতার কারণে এ বছরের প্রথম প্রান্তিকে লোকসানের কথা জানিয়েছে কোম্পানিটি। তবে বাজারে তেলের দামের পরিস্থিতি বদলের সঙ্গে কোম্পানির আর্থিক অবস্থাও ভালো হওয়া শুরু হয়েছে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে। খবর সিনহুয়া। হংকং ও সাংহাই স্টক এক্সচেঞ্জে কোম্পানির বিবরণী অনুসারে, পেট্রোচায়নার শেয়ারহোল্ডারদের নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২১৩ কোটি ডলার (১ হাজার ৩৭৮ কোটি ইউয়ান)। প্রতিবেদন অনুসারে, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানির অপরিশোধিত তেল ও বাজারজাত প্রাকৃতিক গ্যাসের উত্পাদন বেড়েছে যথাক্রমে ১ দশমিক ৪ শতাংশ ও ৪ দশমিক ৮ শতাংশ। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্ব বাজারে তেলে দাম ক্রমাগত ওঠানামায় পেট্রোচায়নার অপরিশোধিত তেলের দাম গড়ে ব্যারেলপ্রতি ২৭ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে, যা গত বছর একই সময়ের চেয়ে ৪৪ দমমিক ২ শতাংশ কম। এছাড়া প্রতি হাজার ঘন ফুট প্রাকৃতিক গ্যাসের গড় দাম দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৮৬ ডলার, যা গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২১ দশমিক ৭ শতাংশ কম। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল হতে থাকায় ও ব্যয় কমায় এবং মুনাফা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়ন করায় প্রথম প্রান্তিকে পেট্রোচায়নার কার্যকরী ও আর্থিক ফলাফল ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। কোম্পানি মার্চ মাসে উলেখযোগ্য পরিমাণ রাজস্বের দেখা পেয়েছে এবং মুনাফা হওয়ার কথা জানিয়েছে। বর্তমানে পেট্রোচায়না ঋণ থেকে মূলধন অনুপাতের হিসাবে আর্থিকভাবে ভালো অবস্থান বজায় রাখতে পেরেছে ও ঋণ থেকে সম্পদ অনুপাতে স্থিতিশীল অবস্থানে রয়েছে। কোম্পানির নগদ উদ্বৃত্ত ইতিবাচক রয়েছে বলে প্রতিবেদনে উলেখ করা হয়েছে। এদিকে পেট্রোচায়না এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ট্রান্স-এশিয়া গ্যাস পাইপলাইন কোঅপারেটিভ প্রকল্পের লেনদেন সম্পন্ন করার পরিকল্পনা করেছে, যা কোম্পানির চলতি বছরের মধ্যবর্তী ও বার্ষিক আর্থিক ফলাফলে ইতিবাচক প্রভাব রাখবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঘুরে দাঁড়ানোয় কোম্পানির কার্যক্রমে উন্নতি ঘটাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন