শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

পুঁজিবাজার নিয়ন্ত্রকদের তহবিল সংক্রান্ত চুক্তি

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : তহবিল পরিচালকদের বিনিয়োগের সুযোগের সীমাকে আরো বাড়িয়ে দিতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি তহবিল-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি চারটি দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে নিউজিল্যান্ডের আর্থিক বাজার নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে। খবর সিনহুয়া। নিউজিল্যান্ডের অর্থবাজার নিয়ন্ত্রক সংস্থা ফিন্যান্সিয়াল মার্কেট অথরিটির (এফএমএ) মতে, চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশগুলো একটি নিয়ন্ত্রক ফ্রেমওয়ার্ক গঠন করবে। যার মধ্য দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে এ চুক্তি অন্যান্য উপযুক্ত এপেক (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা) অর্থনীতিগুলোর জন্যও বিনিয়োগের সুযোগ উন্মোচন করবে। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, চুক্তিটি স্বাক্ষরকারী দেশগুলোর জন্য উচ্চমানের তহবিল পরিচালনার পথ সুগম করেছে। এ চুক্তির অধীনে এশিয়া অঞ্চলে তহবিলগুলো প্রবেশাধিকার পাবে। ফলে দেশগুলোর বিনিয়োগকারীরা তাদের পুঁজির জন্য আরো প্রতিযোগিতামূলক বাজার পাবে, যা তাদের জন্য লাভজনক হয়ে উঠবে। এছাড়া তাদের বিনিয়োগ বিকল্পের ক্ষেত্রেও একাধিক সুযোগ তৈরি হবে। চুক্তির আওতায় কোনো তহবিল ব্যবস্থাপক অন্য কোনো স্বাক্ষরকারী দেশে নতুন তহবিল পরিচালনা করতে চাইলে একটি বিশেষ লাইসেন্সের জন্য আবেদন করতে হবে বলে এফএমএ জানিয়েছে। যার জন্য তহবিল ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ণ স্কেল থাকা প্রয়োজন হবে। এছাড়া অন্তত পাঁচ বছরের জন্য তহবিল প্রদানের ট্র্যাক রেকর্ড ও প্রদত্ত তহবিলটিকে শুধু বহুমুখী ভ্যানিলা বিনিয়োগের অন্তর্ভুক্ত হতে হবে। এদিকে বিবৃতিতে বলো হয়েছে, চলতি বছরের জুন থেকে স্বাক্ষরিত চুক্তিটি কার্যকর করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন