শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

এসবিএসি ব্যাংকের নতুন লোগো

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সম্পর্কের নতুন দিগন্ত রচনায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড নতুন লোগো উন্মোচন করেছে। গতকাল শনিবার রাজধানীর ধানমণ্ডি লেকের রবীন্দ্র সরোবরে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে লোগো উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমাজাদ হোসেন। এ সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও মো. মামুনুর রশিদ মোল্লাসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তারাসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এসবিএসি ব্যাংক ২০১৩ সালের এপ্রিলে দেশের ছয়টি বিভাগকে ছয়টি রঙে প্রকাশ করে লোগো তৈরি করে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের বিভাগ সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি ব্যাংকের সেবায়ও বৈচিত্র্য থাকা প্রয়োজন। সে লক্ষ্যে ব্যাংকার-গ্রাহকের আস্থার সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচনে লোগো পরিবর্তন করা হয়েছে। যা হবে প্রগতির পথে নতুনের এক যাত্রা এবং উন্নত সেবার নিশ্চিয়তা। এস. এম. আমজাদ হোসেন বলেন, আমরা সেবার মাধ্যমেই একটা বন্ধন তৈরি করতে চাই। আমাদের নতুন লোগোতে এমনই একটা ইঙ্গিত রয়েছে। যা আমাদের পারষ্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও অটুট করবে। তাই আমরা চেয়েছি সেবায় নতুনত্ব আনতে। আধুনিক তথ্য-প্রযুক্তিনির্ভর সেবা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে। মো. গোলাম ফারুক বলেন, শুধু লোগো পরিবর্তন নয়, বরং আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিংয়ের সেবা বৃদ্ধিই আমাদের লক্ষ্য। আমাদের নতুন লোগোর মূল বার্তা হচ্ছে ‘বন্ধন’। আমরা মনে করেছি গ্রাহকদের সঙ্গে আমাদের বন্ধন স্থায়ী করা দরকার। সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ব্যাংকিং সেবায় যেমন স্বতন্ত্র আনা প্রয়োজন, তেমনি ব্যাংকের পরিচায়ক লোগোও সময়োপযোগী এবং আকর্ষণীয় করার প্রয়াস গ্রহণ করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন