বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার সকালে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মোট ১৬ টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. মো আলী আকবর। তিনি বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের ১৬ টি কেন্দ্রের মোট ২৩৯ টি কক্ষে ভর্তি পরীক্ষা নেয়া হয়। তবে ভর্তি পরীক্ষাতে কোন ধরনের জালিয়াতির আভিযোগ পাওয়া যায়নি। জালিয়াতি রোধে আগে থেকেই কেন্দ্র গুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি লক্ষ্য করা গেছে। ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এবার অনলাইনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আবেদন করে। ভর্তি পরীক্ষায় ১২শ’ ৩০ সিটের বিপরীতে আসন সংখ্যার দশগুন ১২ হাজার ৬শ’ ৯৪ জন শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে ৯.৪২ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন