রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

এরদোগান-ট্রাম্প দীর্ঘ আলাপচারিতা

খাসোগি হত্যার রেকর্ডিং পাঁচ দেশে পাঠাল তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

খাবার টেবিলে দীর্ঘ আলোচনায় মেতেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর দেয়া নৈশভোজে একত্রিত হয়েছিলেন এ দু’নেতা। প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতির ১০০ বছর পূর্তির অনুষ্ঠান উপলক্ষে এ দু’নেতা এখন প্যারিস রয়েছেন। বিভিন্ন দেশের সরকারপ্রধান, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রধান ও তাদের পোষ্যদের সম্মানে এ নৈশভোজে পাশাপাশি বসেছিলেন এ দু’নেতা। এ সময় এরদোগানের স্ত্রীও পাশে ছিলেন। এ সময় একই টেবিলে ছিলেন মলদোবার প্রেসিডেন্ট ইগোরে দোদোন ও তার স্ত্রী গালিনা দোদোন। এর আগে এ দিন জাতিসঙ্ঘের সেক্রেটারি জেনারেল আন্তেনিও গুতেরেসের সাথে প্রায় ৪৫ মিনিট একান্ত বৈঠক করেন এরদোগান। অপর এক খবরে বলা হয়, জামাল খাসোগিকে হত্যার রেকর্ডিং এরই মধ্যে পাঁচটি দেশে পাঠিয়েছে তুরস্ক। দেশগুলো হল, সউদী আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ১০০ বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দেশ ছাড়ার আগে শনিবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান এ কথা জানান। এরদোগান বলেন, জামাল খাশোগিকে হত্যার একদিন আগে তুরস্কে আসা ১৫ জনের মধ্যে কে তার হত্যাকারী তা জানে সউদী আরব। এর আগে ২ নভেম্বর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত তুর্কি প্রেসিডেন্টের এক নিবন্ধেও তিনি এসব কথা বলেন। এএফপি, আনাদোলু, ইয়েনিসাফাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
শওকত মাহমুদ ১২ নভেম্বর, ২০১৮, ২:৪৬ এএম says : 0
বিশ্ব পাগলের সাথে এত কী আলাপ করলেন কী জানি..
Total Reply(0)
Hafiz ১২ নভেম্বর, ২০১৮, ২:৪৭ এএম says : 0
Erdogan is a dynamic leader of Muslim world. Allah help him
Total Reply(0)
Monir ১২ নভেম্বর, ২০১৮, ২:৪৭ এএম says : 0
Very Good!!
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন