শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

লেভেল প্লেয়িং ফিল্ড দাবি কল্যাণ পার্টির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ কল্যাণ পার্টি জোটগতভাবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে যাবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। তবে কল্যাণ পার্টি নির্বাচনে সরকারকে কিছু শর্ত দিয়েছে। সে বিষয়ে দলটির চেয়ারম্যান বলেন, আমাদের দুটি শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া সহায়ক অন্যতম শর্ত হচ্ছে সেনাবাহিনী মোতায়ন করতে হবে এবং তাদেরকে কার্যকারী ক্ষমতা দিতে হবে। কার্যকারী ক্ষমতা সেটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন বা না দেন আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। গতকাল (রোববার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কল্যাণ পার্টির অবস্থান জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।
সংবাদ সম্মেলনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, গত শনিবার ২০ দলীয় জোটের বৈঠক হয়েছে। সেখানে সবাই মতামত দিয়েছে। আমরাও আমাদের অবস্থান স্পষ্ট করেছি। তিনি বলেন, বাংলাদেশ কল্যাণ পার্টি সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যেতে আগ্রহী। এককভাবে না, জোটগতভাবে আগামী জাতীয় সংসদে নির্বাচন করতে চাই। তিনি আরো বলেন, আমি চট্টগ্রাম-৫ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করব।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির ৪ জন নেতা আনুষ্ঠানিকভাবে কল্যাণ পার্টিতে যোগদান করে। তারা হলেন, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মাহমুদ খান, ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, যুগ্ম মহাসচিব আহসান হাবিব ইমরোজ ও যুগ্ম মহাসচিব আব্দুর রহমান খোকন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন