রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিষমুক্ত ফল নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিষমুক্ত ফল নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। তাদের মতে, মৌসুমী ফল মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু মধুমাসের নিরাপদ মৌসুমী ফলের প্রাপ্তি নিয়ে জনমনে শংকা কাটছে না। রাসায়নিক বিষ মেশানো ফল খেয়ে শ্বাসকষ্ট, এ্যাজমা, গ্যাস্ট্রিক, লিভার নষ্ট হয়ে যাওয়া, ক্যান্সারসহ নানা রকম ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছে। ফলে চিকিৎসা ব্যবস্থার উপর চাপ পড়ছে। তাই সংশ্লিষ্ট সংস্থা ও সরকারকে এ বিষয়ে কঠোর ব্যবস্থার আহ্বান জানান তারা। বিশেষ করে যে সব জেলায় এ সব ফল উৎপাদন হয় সেখানে নিয়ন্ত্রণ আরোপ করার দাবি জানান বক্তারা। গতকাল (শনিবার) বেলা ১১টায় শাহবাগস্থ চারুকলা অনুষদের সামনে মানবন্ধনে এ সব দাবি জানানো হয়। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), আইনের পাঠশালা, পরিবেশ উন্নয়ন সোসাইটি, গ্রীন মাইন্ড সোসাইটি, মার্শাল আর্ট ফাউন্ডেশন, স্বস্তি, ইয়থ সান এবং মডার্ন ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পবা’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাসফের সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, আইনের পাঠশালার সভাপতি সুব্রত দাস খোকন, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বুরহান উদ্দিন আহমদ, গ্রীন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, মার্শাল আর্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য তাসনীম নাঈমা, স্বস্তির নির্বাহী পরিচালক সৈয়দ আমিনুল হক কায়সার, ইয়থ সানের সভাপতি মাকিবুল হাসান বাপ্পী, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত প্রমুখ।
বক্তারা বলেন, ফলমূল, খাদ্যে বিষ ও ভেজালের মিশ্রণ চরম আকার ধারণ করেছে। যার ফলশ্রুতিতে জনস্বাস্থ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। রাসায়নিক বিষ মেশানো ফল খেয়ে মানুষ দীর্ঘমেয়াদী নানা রকম রোগে বিশেষ করে শ্বাসকষ্ট, এ্যাজমা, গ্যাস্ট্রিক, লিভার নষ্ট হয়ে যাওয়া, ক্যান্সারসহ নানা রকম ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছে। ফলে চিকিৎসা ব্যবস্থার উপর চাপ পড়ছে। জনস্বাস্থ্য রক্ষায় নিরাপদ খাবার উৎপাদন, বিপণন ও বিক্রি এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য বিদ্যমান আইনগুলোর সমন্বিত ও কার্যকরী প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ সময় খাদ্য নিরাপত্তায় কৃষি উৎপাদন থেকে যোগানের প্রতিটি ধাপে পরিবেশসম্মত ব্যবস্থাপনা, খাদ্যে ক্ষতিকর সকল ধরনের রাসায়নিক ব্যবহার বন্ধ করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৫ দ্রুত বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন