শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এখনো সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন -রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১:৩৩ পিএম | আপডেট : ২:৩০ পিএম, ১২ নভেম্বর, ২০১৮

নির্বাচন কমিশন এখনো সরকারের নিয়ন্ত্রণে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১২ নভেম্বর)  দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই অভিযোগ করেন।     

 রিজভী বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন এক মাস পেছানোর জন্য দাবি করা হয়। কারণ এখনো নির্বাচন কমিশন নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, মাঠ সমতলের কোন প্রচেষ্টা করেনি। এটি মা করে ৩০ ডিসেম্বর নির্বাচনের যে ঘোষণা দেয়া হয়েছে এটি সরকারের নির্দেশে করা হয়েছে।  
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Billal Hosen ১২ নভেম্বর, ২০১৮, ৪:৪৬ পিএম says : 0
সঠিক বলেছেন
Total Reply(1)
Wahid ১২ নভেম্বর, ২০১৮, ৬:২৩ পিএম says : 4
Shobi Bhai Awami Khel !!!
Mostafijur R Hridoy ১২ নভেম্বর, ২০১৮, ৭:০৭ পিএম says : 0
যেহেতু ১লা জানোয়ারী দেশে বই উৎসব (সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই দেওয়া হয়) এবং দেশের প্রধান ২ দলের ভিতর একদল ২৩ডিসেম্বর হতে ১মাস নির্বাচনের তফসিল পিছিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছিলো। সেহেতু ১মাস না হলেও ১২-১৫ জানোয়ারী যে কোন দিন ভোট গ্রহনের তফসিল করা উঠিত ছিলো।তাতে ১লা জানোয়ারী বই উৎসব পালন হতো সাথে বিরোধীদল যে চিঠি দিয়েছিলো তাও ঠিক থাকতো এবং তারা অার তফসিল বিষয়ে কোন অাপত্তি করতে পারতো না।
Total Reply(0)
গাজী ১২ নভেম্বর, ২০১৮, ৭:০৯ পিএম says : 0
100% Right
Total Reply(0)
গালিব রহমান ১২ নভেম্বর, ২০১৮, ১০:১০ পিএম says : 0
শুধু নিয়ন্ত্রণে নয়, পুরোই নিয়ন্ত্রণে। তাহারা তাহাদের যাহা বলিবে তাহারা কেবল তাহাই করিবেন।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন