বিনোদন ডেস্ক : রাশিয়ান শিল্পী এলভিরা টির ‘অল এগ্রিড’ গানের ভিডিও নকল করার অভিযোগ উঠেছে সঙ্গীতশিল্পী ইমরানের বিরুদ্ধে। গত ২৮ এপ্রিল তার নতুন গান ‘ফিরে আসো না’ প্রকাশের পর থকে এ অভিযোগ উঠে। শুরুতে তার গানের মিউজিক ভিডিও নকল করার অভিযোগ উঠলেও পরে দেখা গেছে গানটিও নকল। শুধু রাশিয়ান শিল্পীর গানই নয়, তার গানটি পাকিস্তানের পপ গায়ক ফালাক সাবিরের ইজাজাত শিরোনামের গানের অনুকরণেও নাকি তৈরি করা হয়েছে। দুটি গানের কিছু অংশের সুরে হুবহু মিল পাওয়া যায়। ভয়েস স্কেল ও হামিং অংশও একই রকম। ফালাকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি আপ করা হয় ২০১১ সালের ২৮ ডিসেম্বর। দেখা হয়েছে ১ কোটি ২২ লাখের বেশিবার। ফিরে আসো না ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন পিয়া বিপাশা। গানটি লিখেছেন ¯েœহাশীষ ঘোষ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এ ব্যাপারে ইমরান ব্যাখ্যা দিয়ে বলেছেন, আমার গানের মিউজিক ভিডিওর তিনটা অংশ আছে। একটি অংশ রাশিয়ান ঐ ভিডিওটি থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। ভিডিও নির্মাতা চন্দন চৌধুরী হয়তো মনে করেছেন যে ভিডিওর ওই অংশগুলোতে এরকম কিছু রাখা দরকার আছে। এজন্যই হয়তো তিনি ওই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে এই ভিডিওর একটি অংশ বানিয়েছেন। আর এ রকম ভিডিও বানানো এখানে এই প্রথম নয়। অনেক কিছুই আছে যা হুবহু নকল করে বানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন