শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

যমুনার অতিকায় বাগাড়!

মহসিন রাজু , বগুড়া থেকে : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

যমুনার অতিকায় বাঘাইড় মাছ বলে কথা ! পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার ফুলছড়ি ঘাট এলাকায় জেলের জালে ধরা পড়া এই মাছটি বিক্রেতারা বেচতে আসে বগুড়ায়। গতকাল সোমবার বিভিন্ন স্থানে প্রদর্শন করে বিক্রির চেষ্টা করে শেষ বিকেলে বিক্রেতারা চলে আসে জেলা জজ আদালত চত্বরে। এখানে মাছটিকে ঘিরে সৃষ্টি হয় জটলা। বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে দরাদরির একপর্যায়ে ১৫ কেজি ওজনের এই মাছটি কেজি প্রতি দাম হাজার টাকা থেকে নেমে আসে ৬শ’ টাকায় । কয়েকজন ক্রেতা মিলে মাছটি যৌথভাবে কিনে নিলে বিক্রেতাদের একজন নিপুন হাতে কেটে ভাগ করে দেয়, আর কৌতুহলী মানুষজন আদালত চত্বরে দাঁড়িয়ে উপভোগ করে এই দৃশ্য !

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন