শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিচার বিভাগীয় ১৩৭ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ৭:৫২ পিএম

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসে কমর্রত সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা সম পদমর্যাদার ১৩৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলী করা হয়েছে। প্রেসিডেন্ট নির্দেশে আইন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসে কমর্রত এ সকল সদস্যকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বদলিকৃত কর্মস্থলে নিয়োগ করা হয়েছে। আগামী ২৬ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
১৪৩ সহকারী জজ নিয়োগ: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সুপারিশক্রমে ও সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ১৪৩ জন সহকারী জজকে নিয়োগ ও পদায়ন করেছে সরকার। প্রেসিডেন্ট নির্দেশে গত সোমবার আইন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ ও পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে,নিয়োগপত্র অনুযায়ী যোগদানের পর হতে তিনি দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকবেন। এসব সহকারী জজ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) ১১তম ব্যাচের সদস্য। এই ব্যাচের নিয়োগের জন্য ২০১৭ সালের ১ মার্চ বিজেএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণদের নিয়োগের জন্য গত ১৬ মে কমিশন সুপারিশ করে। এরপর যাচাই-বাছাই শেষে সোমবার তাদের নিয়োগ ও পদায়নের প্রজ্ঞাপন জারি করে সরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন