বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শ্রমিক লীগ নেতার বিজ্ঞপ্তিতে ক্রসফায়ারের হুমকি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

 সন্ত্রাসীরা আত্মসমর্পণ না করলে তাদের ক্রসফায়ারে দেয়া হবে- রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছেন কক্সবাজারে এক শ্রমিক লীগ নেতা। তবে বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর তিনি ক্ষমা চেয়েছেন। বলেছেন এটা ভুল হয়ে গেছে। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার জাতীয় শ্রমিক লীগের আহŸায়ক নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি আসে গত শুক্রবার। তিনি স্থানীয় মসজিদে সেটি ছড়িয়েছেন। আর এরপর সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। নোটিশে এতে ডাকাতি ও রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে জড়িতদের ২৪ ও ২৫ নভেম্বরের মধ্যে আত্মসর্মণের পরামর্শ দেয়া হয়। নইলে গ্রেফতার করে ক্রসফায়ারে দেয়ার কথা জানানো হয়। র‌্যাবের মিডিয়া ইউংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান দৈনিক ইনকিলাবকে বলেন, আমরা বিষয়টি অবহিত রয়েছি। র‌্যাব এ ধরনের বিজ্ঞপ্তি প্রচার করার অনুমতি দেয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তবে কক্সবাজার র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এই ধরনের কোনো নির্দেশ দেননি। তা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী কখনও এই ধরনের বিজ্ঞপ্তি দেয়ও না। বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের ও সমাজের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের নিজ পাড়ায়, মহল্লায়, সমাজে ও এলাকার যে সমস্ত পরিবারের ছেলেরা ডাকাতি বা সমাজ ও রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে জড়িত, তাহাদের পিতামাতা বা সমাজের অভিভাবকদের অবগত করা হচ্ছে যে, আগামী ২৪/২৫ নভেম্বর ২০১৮ ইং তারিখের মধ্যে র‌্যাবের সাথে যোগাযোগ করে আত্মসমর্পণ করার জন্য নুরুল ইসলাম মেম্বারের সাথে যোগাযোগ করুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন