টুথপেস্ট এমন একটি সামগ্রী যা ডেন্টাল স্বাস্থ্য রুটিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ।তবে দাঁত পরিষ্কার, শুভ্র এবং স্বাস্থ্যবান রাখার পাশাপাশি টুথপেস্ট ঘরের অনেক টুকিটাকি কাজেও লেগে থাকে।সত্যি কথা বলতে, বিভিন্ন ধরনের কাজে টুথপেস্ট ব্যবহার করলে অনেকটা সময় ও অর্থ বেঁচে যায়। জীবনকে অনেক সহজসাধ্যও করে দেয় এটি। চলুন তবে আজ জেনে নেয়া যাক টুথপেস্টের কিছু ভিন্নধর্মী ব্যবহার।
১। শখের রুপোর গয়না থাকে অনেকেরই। কিন্তু দীর্ঘদিন সেগুলো আলমারিতে উঠিয়ে রেখে দিলে এক ধরনের কালো দাগ পড়ে যায়। আগের রুপে কীভাবে ফিরিয়ে আনবেন সেগুলোকে? কোন ব্যাপারই না এটি। টুথপেস্ট দিয়ে আলতো করে মুছে ফেলুন। দেখবেন কি সুন্দর চকচকে করছে!
২। গাড়ির কাঁচ পরিষ্কার করার জন্য ব্যবহার করুন টুথপেস্ট৷ নতুন গাড়ি কেনার সময় যেমন কাঁচ চকচক করত, টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলে ঠিক তেমনই করবে৷
৩। মাছ ধরলে, ধুলে হাতে আষ্টে গন্ধ হয়ে যায়৷ পেঁয়াজ, রসুন কাটলেও এমনটাই হয়৷ সেই দাগ তুলুন টুথপেস্ট দিয়ে৷ কারণ সাবানও যে কাজে ফেল টুথপেস্ট সেই কাজ করে দেয়৷
৪। বেসিন বা বাথরুমের স্টিলের কলে ময়লা জমলেও টুথপেস্ট লাগিয়ে রেখে দিন৷ তারপর ধুয়ে নিন৷ দেখবেন ময়লা উঠে গিয়েছে৷
৫। কাঠের ফার্নিচার হোক বা অ্যালুমিনিয়ামের৷ দাগ পড়ে গেলে আপনি নানা রকমের প্রোডাক্ট দিয়ে দাগ তোলার চেষ্টা করেন৷ কিন্তু সেই চেষ্টা বিফলে যায়৷ তাই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করুন৷ দাগও উঠবে এবং চকচকেও হবে৷
৬। জামায় বিভিন্ন কারণে লিপস্টিকের দাগ লেগে পারে৷ কিংবা খেতে গিয়ে সসও পড়ে যায়৷ সঙ্গে সঙ্গে সাবান পানি দিয়ে পরিষ্কার করতে যান আপনি৷ তা না করে টুথপেস্ট দিয়ে ঘষে নিন জায়গাটা৷ দেখবেন দাগ একেবারে চলে গিয়েছে৷
৭। ব্রণ কিংবা পিম্পল দ্রুত সারাতে বেশ কার্যকর টুথপেস্ট। মুখ ভালোভাবে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে অতঃপর সে জায়গাটিতে একটুখানি সাদা টুথপেস্ট লাগিয়ে রাখুন। এভাবেই ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে উঠে দেখবেন পিম্পল অনেকটা ছোট হয়ে এসেছে।
৮। নেলপলিশ বা নখে লেগে থাকা গাঢ় দাগ তুলতে টুথপেস্ট ব্যবহার করুন৷ আঙুলে একটু পেস্ট নিয়ে ঘষে নিন৷ দেখবেন দাগ উঠে গিয়েছে৷
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন