সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ৪ ঘণ্টায় ১৪৭টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ বিষয়ে দুবাই পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মুহম্মদ আল মুহাইরি জানান, সোমবার সকাল ৬টা থেকে ১০টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এ সময়ে আমাদের পুলিশ কন্ট্রোল রুম অন্তত ২ হাজার ৫৬৬টি কল পেয়েছে। তিনি আরও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় চালক এবং রাস্তা ব্যবহারকারীদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন এবং মনোযোগ দিয়ে চালকদের ধীরে গাড়ি চালানোর পরামর্শ দেয়া হয়েছে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন