কোর্ট রিপোর্টার : পল্টন থানার নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে পৃথক দুটি চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই (উপ-পরিদর্শক) তবিবুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ পলাতক ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বরকত উল্লাহ বুলু, হাবিবুল নবী খান সোহেল, সরাফত আলী সফু, সুলতান সালাউদ্দিন টুকু।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ ডিসেম্বরে পল্টন থানাধীন বিএনপি অফিসের সামনে আসামিরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পল্টন থানার (উপ-পরিদর্শক) এএসআই আব্দুল মালেক হাওলাদার বাদী হয়ে মামলা করেন। পরে ঘটনার তদন্ত করে ৪৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন